পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তান বেশিরভাগ সময় ম্যাচের রাশ নিজেদের হাতে রাখলেও চতুর্থ দিনে ম্যানচেস্টার টেস্টে হার মানতে বাধ্য হয় জস বাটলরা ও ক্রিস ওকস জুটির কাছে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ে একসময় চাপে পড়ে গেলেও প্রথম ইনিংসের লিড মিলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্য দিতে সক্ষম হয় পাকিস্তান। একসময় ১১৭ রানে ইংল্যান্ডের পাঁচজন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে জয়ের প্রবল সম্ভাবনা তৈরি করে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেটের জুটিতে বাটলার ও ওকস ১৩৯ রান যোগ করে আজহার আলীদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন।
বাটলার ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলেও ওকস শেষ পর্যন্ত দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। পাকিস্তানের ৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২১৯ রানে। প্রথম ইনিংসে ১০৭ রানের লিড নেয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান অলআউট হয় ১৬৯ রানে। শেষ ইনিংসে ইংল্যান্ড ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৭ রান তুলে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করে অপরাজিত থাকেন ওকস।
এ ছাড়া জো রুট ৪২ ও ডমিনিক সিবলি ৩৬ রান করেন। ইয়াসির শাহ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নেন। যদিও পাকিস্তানকে জয় এনে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল না তাঁর প্রয়াস। দুই ইনিংস মিলিয়ে ১০৩ রান ও চারটি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা হন ওকস।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ৩২৬, ইংল্যান্ড প্রথম ইনিংস : ২১৯, পাকিস্তান দ্বিতীয় ইনিংস : ১৬৯, ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ২৭৭/৭ (ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী)।