Last Updated on জানুয়ারি ১৪, ২০২৫ by
পৃথক সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকসহ নিহত ৩
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরনজিত মহালদারসহ তিনজন নিহত হয়েছেন। অপর সড়ক দুর্ঘটনাটি ঘটেছে পবায়। সেখানে দুই যুবক নিহত হন।
মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর বার রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতের নেয়া হয়। সোমবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এদিকে ড. পুরনজিত মহালদারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।
অন্যদিকে রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলা নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ প্রাণহানি ঘটে।
নিহতরা হলেনÑ লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
জানা গেছে, মনিগ্রামের মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে পারিবারিক কাজ সেরে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি লালপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা চারঘাট-বাঘা মহাসড়কের মনিগ্রামের মীরগঞ্জ সাজির বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় আখবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ট্রাক ও আখ টানা ট্রলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু এর আগে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে শুনেছি। তবে এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।