Last Updated on সেপ্টেম্বর ২, ২০২৪ by
পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়কের শিবতলায় এবং সোনামসজিদ স্থলবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শিবতলায় নিহত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা মালোপাড়া মহল্লার মৃত অচিন্ত রায়ের ছেলে সবিনয় রায় (৫৫) ও সোনামসজিদ স্থলবন্দর এলাকায় নিহত ব্যক্তি হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবতলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন সবিনয় রায়। এসময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জামিরুল হক ওরফে জামু সরদার নিহত হন। গত রবিবার দিবাগত রাতে স্থলবন্দরের ৪ নম্বর গেটের সামনে দুর্ঘটনাটি ঘটলে তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত জামিরুল হক সোনামসজিদ স্থলবন্দরের একজন শ্রমিক ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার রাতে সোনামসজি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের গেটের বাইরে ওভারটেকিং করতে গেলে পথচারী জামিরুল হক ট্রাকে চাপা পড়েন। এতে তার বাম পা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি।
এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান।