চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ’র সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বুধবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাগঞ্জ জেলা শাখার সভাপতি বাবুল কুমার ঘোষ, শিবগঞ্জের প্রদীপ গড়গড়িয়া, গোমস্তাপুরের ডলার সাহা, নাচোলের গোবিন্দ সাহা, ভোলাহাটের শচীন কর্মকার প্রমুখ।
পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজায় জেলার প্রতিটি ম-পে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের সহযোগীতা করা হবে বলে জানান তিনি। পুলিশের পাশাপাশি আনসার, গ্রাম পুলিশ ও মন্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলার গুরুত্বপূর্ণ মন্ডপগুলিতে সিসিটিভি’র আওতায় ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ওয়ারেছ আলী মিয়া, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) এটিএম মাইনুল ইসলাম, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
উল্লে¬খ্য, এবার জেলায় ১২৬টি ম-পে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ ৩ ক্যাটাগরিতে ভাগ করে প্রতিটি মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।