পুলিশ সুপারের পদোন্নতি : ফুলেল শুভেচ্ছা প্রয়াস রেডিও মহানন্দা ও গৌড় বাংলার

11

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, দৈনিক গৌড় বাংলা, রেডিও মহানন্দা এবং প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে টিএম মোজাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান প্রয়াসের নির্বাহী পরিচালক, দৈনিক গৌড় বাংলার সম্পাদক, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএএম ফজল-ই-খুদা, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আলম, প্রয়াস ফোক থিয়েটারের টিম লিডার মনিরুল ইসলাম, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, মৌটুসী চৌধুরী, সিনিয়র পারফর্মার রিতা খাতুন।
এ সময় পুলিশ সুপার সকলকে ধন্যবাদ জানান এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পরিচালক ডা. দুরুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া ফেসবুক গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপার বলেন, আপনাদের ভালোবাসা আমি কখনোই ভুলতে পারব না। চাঁপাইনবাবগঞ্জে এসে আমি অনেক কিছুই পেয়েছি, যা কখনো ভুলবার নয়। এ সময় তিনি হেল্পলাইনের সদস্যদের উদ্দেশে বলেন, তোমরা যদি ইতিবাচক পোস্ট করো তাহলে সমাজ উপকৃত হবে। কোনো বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা যাবে না। তাছাড়া কেউ যদি নেতিবাচক পোস্ট দেয় এবং সেটা যদি তোমাদের নজরে পড়ে তাহলে তা সাথে সাথেই আমাদেরকে জানাও। আমরা সেটার ব্যবস্থা নিব।
এ সময় গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেনও তাদের উদ্দেশে বলেন, “গ্রুপের যে নীতিমালা রয়েছে তা পোস্ট দেয়া বা অনুমোদন বা প্রকাশ করার ক্ষেত্রে পুরোপুরি পালন করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে কোনোরকম তথ্য তুলে ধরতে চাইলে সর্বপ্রথমে সে সম্পর্কে যাচাই করে তা তুলে ধরতে হবে। আর এটা করা হলে প্রকৃত তথ্য সম্পর্কে মানুষ অবগত হতে পারবে।”