Last Updated on অক্টোবর ২০, ২০২৪ by
পুলিশের ৪০তম বিসিএস ব্যাচের সমাপনী কুচকাওয়াজ স্থগিত
বাংলাদেশ পুলিশ একাডেমিতে অনুষ্ঠেয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় থাকা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্যারেড গ্রাউন্ডে এ প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের অংশগ্রহণের কথা ছিল। সেই লক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির পক্ষ থেকে সহকারী পুলিশ সুপারদের এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করা হলেও হঠাৎ করেই তা স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে রবিবারের অনুষ্ঠেয় ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত অনুষ্ঠিত হচ্ছে না। তবে দুপুর ১টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এদিকে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করার কথা ছিল। এছাড়া পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম এবং র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এই কুচকাওয়াজে অংশ নেয়ার জন্য গত শনিবার রাতেই রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছান।
এরই মধ্যে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানটি স্থগিত করা হয়। আর কুচকাওয়াজ স্থগিত হওয়ার এরকম ঘটনা এবারই প্রথম ঘটল।