ভূমধ্যসাগরীয় শহর আলেক্সান্দ্রিয়াতে মিসরের এক পুলিশ সদস্যের গুলিতে দুই ইসরায়েলি ও এক মিসরীয় পর্যটক নিহত হয়েছেন। রোববার এই হামলা হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। মিসরের গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠ সম্প্রচারমাধ্যম এক্সট্রা নিউজ অজ্ঞাত নিরাপত্তা কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, আলেক্সান্দ্রিয়ার পম্পেই পিলার এলাকায় ইসরায়েলি ট্যুর গ্রুপের ওপর হামলায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অন্তত তিনটি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। ইসরায়েলের উদ্ধারকারী সংস্থা জাকা জানিয়েছে, আলেক্সান্দ্রিয়াতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। হামাস ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলার মধ্যে মিসরীয় পুলিশের গুলিতে ইসরায়েলিদের নিহতের ঘটনা ঘটলো। শনিবার সকালে হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে ও কয়েক হাজার রকেট নিক্ষেপ করে। এতে ইসরায়েলে প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সাড়ে চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উভয় পক্ষে হতাহতের সংখ্যা কয়েক হাজার।