Last Updated on মে ১০, ২০২৪ by
পুরোহিত ও সেবাইতদের ৯ দিনের প্রশিক্ষণ সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৯ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই ৯ দিনে তাদেরকে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্যপুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
‘ধর্মীয় আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২য় পর্যায়)’র আওতায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই প্রশিক্ষণের আয়োজন করে।
শুক্রবার কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের হল রুমে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি তপন কুমার সেন।
তিনি বলেন, পুরোহিতদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আর্থ-সামাজিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব দিতে হবে। এতে পুরোহিতরা আরো দক্ষ হয়ে সমাজ পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণ করতে পারবেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিধান ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, টিওটি পিনাক গোস্বামী ও পুরোহিত কেশব চ্যাটার্জি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট হীরা বালা ও কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ২৫ জন পুরোহিতের মাঝে সনদপত্র ও সম্মানী ভাতা তুলে দেন।