পুনর্মিলনী হ্যান্ডবল টুর্নামেন্টের সমাপনী

39

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত পুনর্মিলনী হ্যান্ডবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমিতে সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন।
বিশেষ অতিথি ছিলেন- ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির সহকারী প্রধান শিক্ষক আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আজমল হোসেন, ক্রীড়া সংগঠক মুকুল আলী, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির প্রাক্তন ছাত্র ডা. আব্দুস সামাদ।