শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২০, ২০২৪ by

পুত্র সন্তানের মা হলেন ইয়ামি গৌতম

মা হলেন বলি অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’-এর ট্রেলার লঞ্চে প্রথম নিজের মাতৃত্বের ঘোষণা করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এ বছরই ইয়ামি এবং আদিত্যের ঘরে আসবে নতুন অতিথি। অবশেষে সুখবর। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে একটি মিষ্টি পোস্টও করেন ইয়ামি। ওই পোস্টে ছেলের নামও জানিয়ে দেন তিনি। অভিনেত্রী একরত্তির নাম রেখেছেন ‘বেদাভিদ’। ওই পোস্টের মাধ্যমে হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানান ইয়ামি। ‘বেদাভিদ’ শব্দটি সংস্কৃত শব্দ। এই নামের অর্থ হল, ‘বেদ’ অর্থে হিন্দু শাস্ত্রীয় পুরাণ, আর ‘ভেদ’ অর্থে জ্ঞান। তাই এই নামের আক্ষরিক অর্থ হল ‘বেদ’-এর প্রতি যাঁর অগাধ জ্ঞান। ভগবান বিষ্ণুর অপর নাম হিসেবেও বিবেচিত হয় এই নামটি। প্রসঙ্গত, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলুগু সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২০১৯ সালে মুক্তি পায় ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। জানা যায়, ‘উরি’র সেটেই আদিত্য আর ইয়ামির প্রেম শুরু হয়। ২০২১ সালে লকডাউনে পরিবারের আত্মীয়দের নিয়ে ছিমছামভাবে বিয়ে সারেন এই জুটি। ‘আর্টিকেল ৩৭০’-এর শুটিং সেটেই নিজের অন্তঃসত্ত্বা হওয়ার আভাস পান অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে শুটিংও করেন তিনি। এবার ইয়ামি-আদিত্যর নতুন পথ চলা শুরু। তাঁদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও।

About The Author

শেয়ার করুন