চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামে সম্প্রতি গড়ে উঠেছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ক্রীড়া একাডেমি। চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে আগামী অনূর্ধ-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে একাডেমীর নারী ফুটবলাররা চালিয়ে যাচ্ছেন জোর প্রশিক্ষণ।
সেতাউর রহমানের প্রশিক্ষণে নারী ফুটবলাররা নিজেদের তৈরি করে নিচ্ছেন। প্রশিক্ষণে সহযোগিতায় রয়েছেন সুমিত হাসান হিমেল। আগামী ২১ মার্চ রাজশাহী বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার হয়ে।
টুর্নামেন্টে ভালো ফল করার আশা নিয়ে এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অব কোচ মাহবুব আলম পলোকে আনা হয়েছে। তার প্রশিক্ষণে নারী ফুটবলারদের উন্নতিও হচ্ছে।
৬ মাস আগে ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক ডেপুটি ডিরেক্টর ডা. তড়িৎ কুমার সাহার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে এই ক্রীড়া একাডেমি। টুর্নামেন্টে ভালো কিছু করার আশা তার। তিনি বলেনÑ ঝরে পড়া মেয়েদের খেলার মাঠে নিয়ে আসা হয়েছে তাদের আলোকিত জীবন গড়ে তুলতে। তাদের অগ্রগতি দেখে আমি খুশি এবং মুগ্ধ। আগামীতে একাডেমির খেলোয়াড়রা চাঁপাইনবাবগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি।