ম্যাচের প্রথম দুই দিন ভেসে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিনে খেলা মাঠে গড়ানোর পর পিচ থেকে দারুণ ফায়দা তুলে নিলেন পেসাররা। ছয় উইকেট নিয়ে সিলেটকে অল্প রানে গুটিয়ে দিলেন ইফরান হোসেন। পরে ঝড়ো সেঞ্চুরিতে চট্টগ্রামকে লিড এনে দিলেন পিনাক ঘোষ। জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৬ উইকেটে ১৯১ রান। প্রথম ইনিংসে ১৬৩ রানে গুটিয়ে যাওয়া সিলেটের চেয়ে ২৮ রানে এগিয়ে আছে তারা। মাহিদুল ইসলাম ২ ও মেহেদী হাসান রানা ১ রানে ব্যাট করছেন। চট্টগ্রামের ইনিংসের শুরুতেই ফিরে যান ইরফান শুক্কুর। দ্বিতীয় উইকেটে সাদিকুর রহমানকে নিয়ে ৭৪ রানের ভালো একটি জুটি গড়েন পিনাক। ৩৭ রান করে সাদিকুর রান আউট হয়ে গেলে ভাঙে জুটি। অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ৮৩ রানের আরও একটি জুটি গড়েন আক্রমণাত্মক ব্যাটিং করা পিনাক। ৮২ বলে ১৬টি চার ও ২ ছক্কায় প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন ২০ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ বিকালে পর পর তিন ওভারে মুমিনুল, তাসামুল হক ও পিনাককে আউট করে ম্যাচে ফেরে সিলেট। টিকতে পারেননি মাসুম খানও। দুটি করে উইকেট নেন আবু জায়েদ ও এনামুল হক জুনিয়র। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটা খারাপ ছিল না। তৌফিক খানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমতিয়াজ হোসেন। পর পর দুই ওভারে দুজন ফেরার পর তৃতীয় উইকেটে ৪৪ রানের আরও একটি ভালো জুটি গড়েন অধিনায়ক অলক কাপালী ও জাকির হাসান। ২১ রান করা জাকিরের বিদায়ে এই জুটি ভাঙার পর ধসে যায় সিলেটের ইনিংস। ৪৮ রানে শেষ ৭ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ৪২ রান করেন অলক। প্রতিপক্ষের শেষ পাঁচটি উইকেটই তুলে নেন ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া ইফরান। ৫০ রান খরচায় ৬ উইকেট পান ডানহাতি এই মিডিয়াম পেসার। আরেক পেসার হাসান মাহমুদ ৪৯ রানে নেন ৩টি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট ১ম ইনিংস: ৪৪.২ ওভারে ১৬৩ (ইমতিয়াজ ২৪, তৌফিক ৭, জাকির ২১, কাপালী ৪২, জাকের ৫, শাহানুর ৫, মুমিনুল ইসলাম ৮, এনামুল জুনিয়র ১৪, জায়েদ ৪, রেজাউর ৪*, ইমরান ৬; হাসান ১৫-৩-৪৯-৩, ইফরান ১২.২-২-৫০-৬, মেহেদী ১১-১-৪০-১, মাসুম ৬-১-১৫-০)
চট্টগ্রাম ১ম ইনিংস: ৩৩ ওভারে ১৯১/৬ (সাদিকুর ৩৭, ইরফান ১, পিনাক ১০০, মুমিনুল ৩৭, তাসামুল ১, মাহিদুল ২*, মাসুম ১, মেহেদী ১*; আবু জায়েদ ১১-১-৬৪-২, ইমরান ৮-২-৩০-১, রেজাউর ৫-০-২৭-০, শাহানুর ৫-০-২৮-০, এনামুল জুনিয়র ৪-০-৩৫-২)