পিটিআই এলাকায় ডা. রাব্বানীর উঠান বৈঠক

8

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডের পিটিআই মাস্টারপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে উঠান বৈঠক এবং জনগণের সাথে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী। মঙ্গলবার বিকেলে তিনি এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা করেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল, উড়াল সড়ক, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, সারাদেশে মডেল মসজিদ, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোহিদুল হক তুহিন, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কাবির, জেলা ছাত্রলীগের সাবেক সহসভপতি আব্দুল জাব্বার, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিফুল ইসলাম সোহাগ, যুব মহিলা লীগ নেত্রী শওকত আরা বেগম, তারা আক্তার, নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান, কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুল ইসলাম ইমন, হোসেন আলীসহ আওয়ামী লীগ নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।