পিছিয়ে গেল মেয়েদের ২০২১ বিশ্বকাপ বাছাইপর্ব

36

করোনাভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেল মেয়েদের ২০২১ বিশ্বকাপ বাছাইপর্ব। পাশাপাশি ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ ডিভিশন-২ এর খেলাও স্থগিত করা হয়েছে। আইসিসি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদস্য দেশ, সংশ্লিষ্ট সরকার ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে পরামর্শ করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তীতে দুই টুর্নামেন্টেরই সূচি ঠিক করা হবে বলে জানানো হয়। বাংলাদেশসহ ১০ দল নিয়ে আগামী ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্ব। যেখান থেকে আগামী বছর নিউ জিল্যান্ডে হতে যাওয়া মূল টুর্নামেন্টের টিকেট পাবে তিন দল। আগামী ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেনমার্কে হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আরও দুটি আঞ্চলিক বাছাই নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আফ্রিকান অঞ্চলের ডিভিশন-২ এর খেলা হওয়ার কথা আগামী অগাস্টে তাঞ্জানিয়ায়, এশিয়ান অঞ্চলের খেলা হওয়ার কথা আগামী ডিসেম্বরে থাইল্যান্ডে।