শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৮, ২০২৪ by

পার্থ টেস্টে থাকছেন না রোহিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২ নভেম্বর থেকে পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে খেলছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় সন্তানের জন্মের কারনে স্ত্রী রিতিকার পাশে থাকার উদ্দেশ্যে রোহিত দেশে ফিরে গেছেন। আগামী ৬ ডিসেম্বর এডিলেডে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টের আগে রোহিত পুনরায় দলে যোগ দিবেন। ব্যক্তিগত কারনের বিষয়টি আগেই বিসিসিআই ও জাতীয় নির্বাচকদের অবহিত করেছিলেন রোহিত। যদিও নিয়মিত অধিনায়ককে শেষ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল বিসিসিআই। এডিলেড টেস্টকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার্স একাদশের বিপক্ষে গোলাপি বলের অনুশীলন ম্যাচে রোহিত খেলতে পারবেন বলে বিসিসিআইকে জানিয়েছেন। রোহিতের অনুপস্থিতিতে পার্থ টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। এর আগে ২০২১-২২ সালে ইংল্যান্ড সফরে এজবাস্টনে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। ঐ সময় রোহিত কোভিডে আক্রান্ত হয়েছিলেন। রোহিত ছাড়াও পার্থ টেস্টে আঙ্গুলের ইনজুরির কারনে খেলতে পারছেন না শুভমান গিল। কেএল রাহুল ও নতুন খেলোয়াড় অভিমান্যু ঈশ্বরনের মধ্যে যেকোন একজন যশ্বসী জয়সওয়ালের সাথে ইনিংস সূচনা করবেন। তবে এখন ধারণা করা হচ্ছে দুজনেই প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন। প্রথম টেস্ট শুরু হতে এখনো চারদিন বাকি। এবারই প্রথমবারের মত প্রধান কোচ গৌতম গাম্ভীরের অধীনে বিদেশের মাটিতে ভারত টেস্ট সিরিজ খেলতে মাঠে নামছে। এর আগে ঘরের মাঠে প্রথমবারের মত নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবার লজ্জা নিয়ে অস্ট্রেলিয়া সফরে এসেছে ভারত।

About The Author

শেয়ার করুন