শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১৭, ২০২৪ by

পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জের ধরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৬ জনকে।
রবিবার দুপুরে উপজেলার গুঠইল গ্রামে এই ঘটনা ঘটে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এর আগে কেন্দুয়া ঘাসুড়া গ্রামের রজবের ছেলে সিফাতের সঙ্গে রজবের ভাগ্নে গুঠইল গ্রামের মো. জসিমের কথা কাটাকাটির একপর্যায়ে জসিমকে মারধর করে সিফাত। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার  ভাগ্নে জসিমকে দেখতে যান রজব আলী। এরই মধ্যে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় এই বলে যে, রজবকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপর সিফাত একটি মাইক্রো ও ২০-২৫টি মোটরসাইকেলে বহিরাগতদের নিয়ে জসিমের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ক্ষতিসাধনের পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উত্তেজিত জনতা হামলাকারীদের ৭টি মোটরসাইকেলে (বাইকে) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার সহযোগিতায় ৬ জন হামলাকারীকে আটক করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।

About The Author

শেয়ার করুন