পাম্পমটর নষ্ট, পানি স্বল্পতায় পড়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চরসহ কয়েক মহল্লাবাসী

74

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর, পুরাতন সিএন্ডবিঘাট, শিবতলাসহ কয়েকটি মহল্লার মানুষ পানির সংকটে পড়েছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকায় স্থাপিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন গভীর নলকুপের মটরটি বিকল হয়ে যাওয়ায় পানির এই সংকট দেখা দিয়েছে। আগামী দুয়েকদিনের মধ্যে নতুন পাম্পমটর স্থাপন করে নলকুপটি পুনরায় চালু করা হবে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, গত কয়েক দিন থেকে মটরটি নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। এইসব মহল্লার সাব মার্সেবল পাম্প ও হস্ত চালিত নলকুপেও পানি পাওয়া যাচ্ছে না। এর ফলে চরম অসুবিধার মধ্যে পড়েছে মহল্লাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন-নষ্ট হবার পর ঈদের আগের দিন সারাত কাজ করে মটরটি মেরামত করা হয়েছিল। কিন্তু এতো চাপ যে কয়েকদিন পরই মটরটি পুনরায় নষ্ট হয়ে গেছে। নতুন মটরের অর্ডার দেয়া হয়েছে। তিনি বলেন-চাঁপাইনবাবগঞ্জে এই মটর পাওয়া যায় না। তাই বগুড়া থেকে নেয়া হচ্ছে। আগামী পরশু (২৯ মে) মটরটি এসে পৌঁছুবে বলে আশা করা হচ্ছে। এসে গেলেই নলকুপটি পুনরায় চালু হবে ইনশাআল্লাহ।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন-পৌরসভার অন্যান্য পাম্প থেকে পানি সরবরাহ করা হচ্ছে। তবে সরবরাহ লাইনে  চাপ কম হওয়ায় রেহায়চরসহ কয়েকটি এলাকায় পানির স্বল্পতা দেখা দিয়েছে। তবে দুয়েকদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।