Last Updated on জুন ১২, ২০২৪ by
পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেই সঙ্গে শিশুদের লেখা ও আঁকা নিয়ে তৈরি দেয়ালিকা ‘স্বপ্ন যাত্রা’র উদ্বোধন করা হয়।
সকালে ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং দেয়ালিকার উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী।
এসময় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, বিদ্যালয়টির প্রধান শিক্ষক মারুফুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী দেয়ালিকার জন্য প্রশংসা করেন এবং অভিভাবকদের বলেনÑ আপনাদের সন্তানদের ঠিকমতো বিদ্যালয়ে পাঠাবেন, নিয়মিত খোঁজখবর নিবেন। কোনো শিশু যেন ঝরে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিবেন।