Last Updated on মে ১৬, ২০২৫ by
পাগলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অজ্ঞাত নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টায় উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের সামনে পাগলা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের সামনে পাগলা নদীতে অজ্ঞতানামা এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি তবে তার পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে গলায় বালুর বস্তা বেঁধে নদীতে ফেলা হয়েছিল। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।