পাগলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

16

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার গোসল করতে নেমে নিখোঁজ হলেও রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গুড়িপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম জানান, শনিবার দুপুরে কয়েকজনের সঙ্গে গোসল করেতে নেমে নিখোঁজ হয় শিশু আব্দুল্লাহ। স্থানীয়রা বিকাল থেকে অনেক খোঁজাখুঁজি করেও মরদেহ উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। আজ রবিবার সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করার কথা ছিল। তবে তার আগেই সকাল ৮টার দিকে পাগলা নদীতে আব্দুল্লাহর মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।