হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। পাখির আঘাতে বিমানের ‘ময়ূরপক্সক্ষী’ নামে উড়োজাহাজটি অবতরণ করে বলে জানা যায়।
সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে উড়োজাহাজটি আকাশে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই রানওয়েতে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৩৭-৮০০ ফ্লাইটটি ১৫৬ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলরুমে অনুমতি চান পাইলট। অনুমতি পেয়ে দ্রুত উড়োজাহাজটি জরুরি অবতরণ করেন। এতে সব যাত্রী অক্ষত রয়েছেন। পরে বেলা ১১টার দিকে অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হয়।
সূত্র জানায়, আকাশে উড্ডয়ন করার পর পাখির আঘাত (বার্ড হিট) লাগে বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজটিতে। ফলে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটটিতে ১৫৬ জন যাত্রী ও পাইলট-ক্রুসহ ৭ জন ছিলেন। পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে জরুরি অবতরণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্ড হিটের শিকার প্লেনটিকে হ্যাঙ্গারে নিয়ে ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান বিমানের এই কর্মকর্তারা।