মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ৮, ২০২৪ by

পাকিস্তান সফরে যেতে চান না সাইফউদ্দিন

মানসিকভাবে বিপর্যস্ত থাকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যেতে চান না বাংলাদেশের ক্রিকেটার সাইফউদ্দিন। এজন্য বিসিবির কাছে দুই মাসের ছুটি চেয়েছেন এই অলরাউন্ডার। ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, ‘এ’ দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ। যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’ এর আগে বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। এরপর প্রথমবারের মতো বিদেশি লিগে খেলা সুযোগ এসেছিল তার কাছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল টরন্টো ন্যাশনালস তাকে দলে ভিড়িয়ে ছিল। কিন্তু টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য ভিসার আবেদন করলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখানেও ভাগ্য সহায় হয়নি এই ক্রিকেটারের। সাইফউদ্দিনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে টেনেছে টরন্টো। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যেতে চান না বাংলাদেশের ক্রিকেটার সাইফউদ্দিন। এজন্য বিসিবির কাছে দুই মাসের ছুটি চেয়েছেন এই অলরাউন্ডার। ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, ‘এ’ দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ। যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’ এর আগে বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। এরপর প্রথমবারের মতো বিদেশি লিগে খেলা সুযোগ এসেছিল তার কাছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল টরন্টো ন্যাশনালস তাকে দলে ভিড়িয়ে ছিল। কিন্তু টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য ভিসার আবেদন করলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেখানেও ভাগ্য সহায় হয়নি এই ক্রিকেটারের। সাইফউদ্দিনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে টেনেছে টরন্টো।

About The Author

শেয়ার করুন