দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তান-বাংলাদেশ টেস্টে দর্শকশুন্য ভেন্যু পরিবর্তন

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের মধ্যে প্রথমটি রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয়টি করাচিতে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে দ্বিতীয় টেস্টের ভেন্যু এবার পরিবর্তন করা হয়েছে। কিছুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে দর্শকশুন্য ভেন্যুতে। তবে এবার ভেন্যু পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি থেকে সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। ফলে এবার দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন দুই টেস্টই। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংস্কার কাজ চালানো হচ্ছে। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু হিসেবে প্রস্তুত করা হচ্ছে এই স্টেডিয়ামকে। যার ফলে শুরুতে দর্শকশুন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সংস্কার কাজ ভালোভাবে চালানোর জন্য এবার করাচি থেকে ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। ফলে সিরিজের দুই টেস্টই আয়োজিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং দুই ম্যাচই মাঠে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। বাংলাদেশ ‘এ’ দলও বর্তমানে রয়েছে পাকিস্তান সফরে। আগামী ২০ আগস্ট মাঠে গড়াবে পাকিস্তান শাহীনস এবং বাংলাদেশ ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচ। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ এবং পাকিস্তান জাতীয় দলের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট একই ভেন্যুতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট।

About The Author