দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টা ৫৬ মিনিটে দেশটির খাইবার পাখতুনখোয়ায় এ ভূমিকম্প অনুভূত হয়। কেঁপে ওঠে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি ও লাহোরও। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে। ডন নিউজ জানিয়েছে, মর্দান, মালাকান্দ, হাঙ্গু, বুনার, শাংলা, দির এবং চারসাদ্দাসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন শহরে কম্পন অনুভূত হয়েছে। এদিকে, ভূমিকম্পের পর খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলায় এক হাজারের বেশি উদ্ধারকর্মীকে উচ্চ সতর্কাতায় রাখা হয়েছে। তবে কন্ট্রোল রুম থেকে এখন পর্যন্ত কোনো জরুরি খবর আসেনি।

About The Author