পাকিস্তানে রেকর্ড রান করেও সিরিজ হার মেয়েদের

12

ওপেনার জাভেরিয়া খান ও অধিনায়ক বিসমাহ মারুফের ফিফটিতে বিশাল সংগ্রহ গড়ল পাকিস্তান। জবাবে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলল সালমা খাতুনের দল। তবে যথেষ্ট হলো না সেই রান। এক ম্যাচ হাতে রেখেই হারতে হলো তিন ম্যাচের সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সোমবার পাকিস্তানের কাছে ১৫ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের ১৬৭ রান তাড়ায় ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে বাংলাদেশ। গত বছর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৫১ রান ছিল টি-টোয়েন্টিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ। মেয়েদের টি-টোয়েন্টিতে ১৬৭ রান বা তার চেয়ে বেশি রান তাড়া করে জয়ের ঘটনা আছে মাত্র তিনটি। জিততে হলে চমকপ্রদ কিছু করতে হতো বাংলাদেশকে। ব্যাটাররা পারেননি সেই চমক উপহার দিতে। ওপেনিংয়ে আয়েশা রহমান ও শামিমা সুলতানা পারেননি দলকে ভালো শুরু এনে দিতে। আগের ম্যাচে দ্রুততম ফিফটির রেকর্ড গড়া রুমানা আহমেদ এবার রান আউট শূন্যতেই। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কঠিন হয়ে যায় বাংলাদেশের রান তাড়া। চতুর্থ উইকেটে ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা। ৮ চারে ৩২ বলে ৪৫ রান করা সানজিদার বিদায়ে ভাঙে জুটি। এরপর নিগার ও অধিনায়ক সালমা খাতুন একই ওভারে ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। ফারজানা হক অবশ্য এরপরও চেষ্টা করে গেছেন। তাতে লাভ খুব বেশি হয়নি। শেষ দিকে দুই ছক্কায় জাহানারা আলমের ৫ বলে ১৮ রান কমিয়েছে ব্যবধান। দলকে এনে দিয়েছে নিজেদের সর্বোচ্চ স্কোর। ১৯ বলে ৩০ রান করে ফারজানা ফিরে গেছেন তার আগেই। পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল নেন ১৯ রানে ৩ উইকেট। বাংলাদেশের পরাজয়ের ভিত গড়া হয়ে যায় ম্যাচের শুরুর ভাগেই। টস জিতে বোলিং নিলেও খুব একটা প্রভাব রাখতে পারেননি বোলাররা। পাকিস্তানের দুই ওপেনার সিদরা আমিন ও জাভেরিয়া খান ৪.৪ ওভারে তোলেন ৩৫ রান। সিদরাকে ফিরিয়ে লতা মন্ডল এই জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে গড়ে ওঠে আরও বড় জুটি। বিসমাহকে নিয়ে ৯৫ রান যোগ করেন জাভেরিয়া। ৫টি চার ও ২ ছক্কায় ৫২ রান করা জাভেরিয়াকে ফেরান জাহানারা আলম। বিসমাহ ছিলেন আরও আগ্রাসী। ৯টি চার ও ১ ছক্কায় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭০ রান করে অপরাজিত থেকে যান পাকিস্তানের অধিনায়ক। টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ছিলেন জাহানারা। আগের ম্যাচে ৪ উইকেটের পর এবার নিয়েছেন ২ উইকেট। দুই স্পিনার খাদিজা তুল কুবরা ও রুমানা ছিলেন বেশ খরুচে। একই ভেন্যুতে আগামি বুধবার হবে সিরিজের শেষ ম্যাচ। প্রথম ম্যাচে শনিবার ১৪ রানে হেরেছিল মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৭ (সিদরা ১৯, জাভেরিয়া ৫২, বিসমাহ ৭০*, ইরাম ৩, আলিয়া ১০*; জাহানারা ৪-০-২৭-২, পান্না ৩-০-২৩-০, লতা ৪-০-৩৮-১, কুবরা ৩-০-২৮-০, সালমা ২-০-১২-০, রুমানা ৪-০-৩৭-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৭ (শামীমা ১১, আয়েশা ৫, সানজিদা ৪৫, রুমানা ০, নিগার ২১, ফারজানা ৩০, সালমা ০, লতা ১৭*, জাহানারা ১৮*; ডায়ানা ৪-০-২৭-১, আনাম ৪-০-২৪-১, সানা ৪-০-৩৫-১, আলিয়া ৪-০-৪৬-০, সাদিয়া ৪-০-১৯-৩)
ফল: পাকিস্তান ১৫ রানে জয়ী।