দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পাকিস্তানি নাদিমের সোনা জয়

প্যারিস অলিম্পিকসের শেষভাগে এসে দেশের দীর্ঘদিনের শূন্যতা কাটালেন আরশাদ নাদিম। বর্শা নিক্ষেপে ভারতের গতবারের চ্যাম্পিয়ন নিরাজ চোপড়াকে হারিয়ে, অলিম্পিকের রেকর্ড গড়ে সোনা জিতেছেন এই অ্যাথলেট। অলিম্পিকসে এই প্রথম অ্যাথলেটিকসে সোনার পদক পেল পাকিস্তান। দ্বিতীয় নিক্ষেপে ৯২.৯৭ মিটার দূরে বর্শা ছুড়ে রেকর্ডটি গড়েন নাদিম, সবসময়ের তালিকায় তার এই কীর্তি ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। চোপড়ার শেষ প্রচেষ্টা ব্যর্থ হতেই, বসে পড়ে মাটিতে চুমু খেয়ে বিজয় উদযাপন করেন নাদিম। টোকিও অলিম্পিকসে তিনি পঞ্চম হয়েছিলেন, তবে উন্নতির ধারাবাহিকতায় গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপার পদক জয় করেন নাদিম। অলিম্পিকসের লড়াইয়ে এবারও সোনার পদক ধরে রাখার সম্ভাবনায় এগিয়ে ছিলেন চোপড়া। কিন্তু প্রায় পুরোটা সময় ভুগতে দেখা গেল তাকে। প্রথম পাঁচ প্রচেষ্টায় ফাউল করার পর, শেষবার ৮৯.৪৫ মিটার ছুড়ে জেতেন রুপা। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৮.৫৪ মিটার ছুড়ে জিতেছেন ব্রোঞ্জ।

About The Author