বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। বেশ কিছু দিন ধরেই তাকে নিয়ে গুঞ্জন উড়ছে পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। কিন্তু এসব গুজবে জল ঢাললেন কারিনা। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি পাকিস্তানি কোনো চলচ্চিত্রে কাজ করছি না। এ সবই গুজব। আমি এখন কি অ্যান্ড কায়ের চলচ্চিত্রের প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছি।’ এর আগে এ বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। প্রকাশিত খবরে বলা হয়, পাক পরিচালক শোয়েব মনসুরের পরবর্তী চলচ্চিত্রের মাধ্যমে নাকি পাকিস্তান চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন কারিনা।
এ জন্য মনসুরের সঙ্গে কথা বলতে দুবাই গিয়েছিলেন তিনি। সেখানে তারা ছবির বিষয়ে কথাবার্তাও শেষ করেছেন। আর বাল্কি পরিচালিত কি অ্যান্ড কায়ের চলচ্চিত্রে কারিনার বিপরীতে অভিনয় করেছেন অর্জুন কাপুর। আগামী ১ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তি পাবে।