শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৫, ২০২৫ by

পাঁচ দিনের কৃষক প্রশিক্ষণ শুরু

‘কৃষিই সমৃদ্ধি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পাঁচ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই পশিক্ষণের আয়োজন করা হয়।
প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণে ৩০ জন নারী ও পুরুষ কৃষক অংশগ্রহণ করছেন।
রবিবার সকাল ১০টা থেকে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।
জেলা কার্যালয়ের উপরিচালক কৃষিবিদ ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান।
এ সময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন— প্রতিনিধিত্বশীল কৃষকদের দক্ষতা উন্নয়নে কৃষি কাজে আধুনিক পানি (সেচ ও নিকাশ) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ হলো একটি কর্মশালা বা কোর্স, যা নির্বাচিত বা প্রতিনিধিত্বশীল কৃষকদের কৃষি কাজে সেচ এবং নিষ্কাশন (নিকাশ) ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা হয়। এই প্রশিক্ষণ কৃষকদের ফসলের উৎপাদনশীলতা বাড়াতে এবং পানির সর্বোত্তম ব্যবহার করতে সহায়তা করে। এই পাঁচ দিনের প্রশিক্ষণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কৃষিতে বাস্তবে কাজে লাগাতে পারবেন।

About The Author

শেয়ার করুন