পাঁচ দফা দাবিতে মিছিল ও সমাবেশ জেলা জাসদের

7

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বৃদ্ধির সাথে যুক্ত অসৎ ব্যবসায়ী, মজুতদারদের আইনের আওতায় এনে শাস্তিসহ ৫ দফা দাবিতে মিছিল সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সোমবার বেলা ১১টায় শহরের নিমতলাস্থ দলটির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
জেলা জাসদের সহসভাপতি নিয়ামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা শ্রমিক জোটের সভাপতি মো. শাহজামান, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, সদর উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক বাবলুসহ অন্যরা। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবজোটের সাংগঠনিক সম্পাদক সারোয়ার্দ্দি ইসলাম।
বক্তারা নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জোর দাবি জানান।