মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদ স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরাঞ্চলে এসব কর্মসূচি গ্রহণ করে ল্যাব ওয়ান মেডিকাল সার্ভিসেস এর সৌজন্যে রোটারী কমিউনিটি কোর অফ পদ্মা (আর সি সি পদ্মা)। চরপাঁকা হলদিবোনা গ্রামে সংগঠনের সভাপতি রাসেল রহমানের বৈঠকে ২৬ মার্চ সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত রোগী দেখেন মেডিসিন, ডায়াবেটিক ও পরিপাকতন্ত্র রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ মামুন-উর-রশিদ, হাড়জোড় বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, এবং চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ জেড, এ, এম, শাহরিয়ার খান প্রিন্স।অন্যদিকে রাত ৮ টায় চরপাঁকা হলদিবোনা হাটে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনন করা হয়। এসময় পাঁকা ইউনিয়নের ১৪ জন বীর মুক্তিযোদ্ধা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।রাসেল রহমানের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলি, নারায়নপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Home চাঁপাইনবাবগঞ্জ পাঁকা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ফ্রি মেডিকেল ক্যাম্প...