বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ৭, ২০২৫ by

পহেলা বৈশাখের শোভাযাত্রা সকাল সাড়ে ৮টায়

জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়ভাবে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উদযাপন করা হবে।
কর্মসূচির মধ্যে থাকছে- শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা; পহেলা বৈশাখ সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, এনজিওদের অংশগ্রহণে শোভাযাত্রা; সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
সভায় জানানো হয়, জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। থাকবে ‘এসো হে বৈশাখ এসো এসো’ রবীন্দ্রনাথের কালজয়ী গানটিও।
সভায় জাতীয় কর্মসূচির আলোকে তৈরি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের খসড়া কর্মসূচি উপস্থাপন করেন জেলা প্রশাসনের নবাগত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মৎস্য অফিসার মাবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিমসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন