শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ৩০, ২০২৫ by

পলশায় প্রয়াসের দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন

চাঁপাইনবাবগঞ্জের পলশায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দুধের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পলশা আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন— পলশা আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. জাকিরুল ইসলাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, প্রয়াসের রেইজ প্রকল্পের কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, প্রয়াসের আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমানসহ অন্যরা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি, আকরাম আলী মোল্লা, আব্দুল আলিম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান ও সিফাতউল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ম্যাংগো ফ্লেভার ড্রিংস খাওয়ানো হয়। এছাড়া বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটির আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
এই প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোদাগাড়ী উপজেলার প্রয়াসের জাগরণ ও অগ্রসর ৫ হাজার সদস্যদের নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, গত ১ জুন ছিল বিশ্ব দুগ্ধ দিবস। এবারের প্রতিপাদ্য ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’।

About The Author

শেয়ার করুন