চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপকদের কার্যক্রম পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দিন, সহকারী পরিচালক তাজেমুল হক, আবুল খায়ের খান, জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ব্যবস্থাপক ইসরাত জাহানসহ প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপকগণ।