পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

10

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- আমনুরা ঝিলিম বাজারের জামাল উদ্দিনের ছেলে সাঈম ইসলাম (২৩), আমনুরা দরগা পাড়ার তকিব আলীর ছেলে আব্দুল আলিম (৩৩) ও আমনুরা কলোনী পাড়ার আলমাস উদ্দিনের ছেলে জহুরুল হক জুয়েল (৩২)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল গত রবিবার রাতে এই অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ৩টি কম্পিউটার মনিটর, ৩টি সিপিইউ, ৩টি কী বোর্ড, ৩টি মাউস, ৪টি হার্ডডিক্স, ৮টি কম্পিউটার ক্যাবলসহ জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ এইসব তথ্য জানিয়েছে।