দৈনিক গৌড় বাংলা

পর্তুগিজ মিডফিল্ডার নেভেস এখন পিএসজিতে

বেনফিকার সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে নাম লেখালেন জোয়াও নেভেস। পাঁচ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় পাড়ি জমালেন পর্তুগিজ তরুণ মিডফিল্ডার। ফরাসি চ্যাম্পিয়নরা সোমবার এই দলবদলের খবর জানায়। প্রায় ৬ কোটি পাউন্ডের বিনিময়ে হয়েছে এই চুক্তি। গত বছরের জানুয়ারিতে বেনফিকার মূল দলে সুযোগ পান নেভেস। পরে অল্প সময়ের মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ক্লাবটির হয়ে ৭৫ ম্যাচ খেলার পর নতুন দলের হয়ে নামার সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১৬ সালে মাত্র ১২ বছর বয়সে বেনফিকার যুব দলের হয়েই ক্যারিয়ার শুরু করেন নেভেস। পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নেভেস। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

About The Author