পরীক্ষার ম্যাচে ফেল করল বাংলাদেশ

64

1

সামনে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ দলে চলছে পরীক্ষা-পরীক্ষা। নতুনদের সুযোগ দিয়ে বাজিয়ে দেখা হচ্ছে। এ কাজটি স্বাগতিকরা শুরু করেছে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে। প্রথম ম্যাচে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। উইকেটের পেছনে ও সামনে বেশ ভালোই পারফর্ম করছেন তিনি। এদিকে টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ পরীক্ষার ম্যাচ হিসেবেই বেছে নেয় তৃতীয় টি-২০ ম্যাচকে। এই ম্যাচে অভিষেক ঘটে চারজন ক্রিকেটারের। তারা হলেন মোহাম্মদ শহিদ, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুক্তার আলী। দুর্ভাগ্যের বিষয়, চারজন ক্রিকেটারকে নিয়ে পরীক্ষার ম্যাচে বাংলাদেশ ফেল করেছে। জিম্বাবুয়ের কাছে টাইগাররা হেরে গেছে ৩১ রানে। সফরকারীদের ছুড়ে দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ করতে সক্ষম হয় ১৫৬ রান। ব্যাটিংয়ে যেমন মুশফিকুর রহিম, তামিম ইকবালের অভাব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। তেমনি বোলিং কাটার মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের বোলারদের করুণ অবস্থাই পরিলক্ষিত হলো। বিশ্বকাপের আগে দলটি গুছিয়ে নিতে হয়তো নির্বাচকরা পরীক্ষার কাজটি করেছেন বাংলাদেশ দলের জন্য ভালোই। তবে হারের ভয় খেলোয়াড়দের মধ্যে ভিন্ন মাত্রা না নিয়ে আসুক, বাংলাদেশের ক্রিকেটভক্তদের প্রত্যাশা এমনই।