Last Updated on জানুয়ারি ১০, ২০২৫ by
পরিবর্তন হলো কাভিশের কনসার্টের তারিখ
প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। ব্যান্ডদলটি নিয়ে শুক্রবার ও শনিবার রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’ এর আয়োজনের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তারিখ পরিবর্তনের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই দিনব্যাপী এই কনসার্ট রাজধানীর সেনা প্রাঙ্গণেই আগামী ২৪ ও ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বর্তমান সময়ে মনোমুগ্ধকর সুর ও কবিতাময় গানের জন্য পরিচিত পাকিস্তানি ব্যান্ড কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের একাধিক জনপ্রিয় গান দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে এক অন্যরকম উচ্চতা এনে দিয়েছে ব্যান্ডটি। ১৯৯৮ সালে জাফর জায়েদি এবং মাআজ মাওদুদ-এর হাত ধরে গঠিত এই ব্যান্ড তাদের সেমি-ক্ল্যাসিকাল স্টাইল ও সমসাময়িক মিউজিকের অনন্য মিশ্রণের জন্য বিখ্যাত। ‘ঢাকা ড্রিমস’ কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক একদিন কনসার্ট উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে কেউ দুইদিন উপভোগ করতে চাইলে তাকে দুইটি টিকিট ক্রয় করতে হবে।‘ঞরপশবঃইযধর’ ওয়েবসাইটে এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। সেখান থেকেই সাধারণ দর্শকেরা ‘ঢাকা ড্রিমস: কাভিশ লাইভ ইন কনসার্ট’-এর টিকিট সংগ্রহ করতে পারবেন।