সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ১২, ২০২৪ by

পরিত্যক্ত অবস্থায় ৩টি ককটেল উদ্ধার

 

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ককটেল তিনটি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দীন জানান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদে ককটেল পড়ে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় তিনটি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, ককটেলগুলোকে বালুর মধ্যে রাখা হয়েছে। পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে বোমা নিষ্ক্রিয় দলকে দিয়ে ধ্বংস করা হবে।

About The Author

শেয়ার করুন