Last Updated on মে ১২, ২০২৫ by
পরমশ্রদ্ধায় শায়িত হলেন প্রফেসর এলতাসউদ্দিন
চাঁপাইনবাবগঞ্জে পরমশ্রদ্ধায় পারিবারিক কবরস্থানে শায়িত হলেন সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর এলতাসউদ্দিন। সোমবার বাদ জোহর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই মহল্লায় শেষ নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
মরহুমের চার ছেলেসহ এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ প্রফেসর মুহম্মদ এলতাসউদ্দিনের তৃতীয় নামাজে জানাজা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখানে শ্রদ্ধা নিবেদন করেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে বর্তমান ছাত্রবৃন্দ ও শিক্ষক-কর্মচারীবৃন্দ, হরিমোহন প্রাক্তন ছাত্র সমিতি ও দৈনিক প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ।
এর আগে সকাল ৯টায় রাজশাহীতে দ্বিতীয় ও গত রবিবার বাদ এশা ঢাকায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।