বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৬, ২০২৫ by

পবিত্র ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা : ১৭ ও ২৪ মে খোলা থাকবে অফিস

এ বছর আগামী পবিত্র ঈদুল আজহার ছুটি ১০ দিন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত এই ছুটি থাকছে।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিজের ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন জানিয়েছেন, টানা ১০ দিন ছুটির কর্মঘণ্টা পুষিয়ে নিতে ঈদের ছুটির আগে চলতি মাসের ১৭ ও ২৪ মে দুই শনিবার দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখার প্রস্তাব আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে সরকারের অনুমোদিত বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী আগামী ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ঈদুল আজহার ছুটি ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ও ১২ জুন বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় ছুটি বেড়ে দাঁড়ায় ৮ দিন। একইসাথে পরবর্তী শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় মোট ছুটি দাঁড়িয়েছে ১০ দিনে। ফলে আগামী ৫ থেকে ১৪ জুন একটানা মোট ১০ দিন ছুটিতে যাচ্ছে দেশ। আগামী ১৫ জুন রবিবার অফিস খুলবে।
এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরো এক দিন ছুটি ঘোষণা করা হয়। অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

About The Author

শেয়ার করুন