দৈনিক গৌড় বাংলা

পদ্মা মহানন্দা পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে পানি কমতে শুরু করেছে। বিপৎসীমার বেশ কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই তিন নদীর পানি।
বৃহস্পতিবার পদ্মা নদীর পানি বিপৎসীমার ১.৬৫ মিটার, মহানন্দা নদীর পানি বিপৎসীমার ২.১০ মিটার এবং পুনর্ভবা নদীর পানি বিপৎসীমার ৩.০৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও ও বন্যা তথ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাকিল মাহমুদ এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গত এক সপ্তাহ থেকে এই তিনটি নদীর পানি একটু একটু করে কমছে।
পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দা ২০.৫৫ এবং পুনর্ভবা নদীর বিপৎসীমা ২১.৫৫ মিটার।
এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট আশফাকুর রহমান রাসেল বলেন- পাঁকা ইউনিয়নের গমের চর, দক্ষিণ পাঁকা, বগলাউড়ি ও লক্ষ্মীপুর গ্রামের কয়েকশ পরিবার নদী ভাঙনের আশঙ্কায় রয়েছে। এরই মধ্যে কিছু পারিবার বাড়ি স্থানান্তর করে অন্যত্র চলে গেছে। তিনি বলেন, আমরা অনেকদিন থেকে শুনছি নদী ভাঙন রোধে প্রকল্প গ্রহণ করা হয়েছে; কিন্তু এখনো তা শুরু হয়নি। দ্রুত এ প্রকল্পের কাজ শুরু হলে কয়েকশ পরিবার বেঁচে যাবে।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন ও দুর্লভপুর ইউনিয়নের একাংশ এবং সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা পদ্মা নদীর ওপারে পশ্চিমে অবস্থিত। ১৯৯৫-১৯৯৬ সাল থেকে শুরু হওয়া পদ্মা নদীর ভাঙনে হাজার হাজার পরিবার সর্বস্বান্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার বিঘা ফসলি জমি, আমবাগানসহ স্থাপনা। এখনো বেশ কয়েকটি স্থানে নদী ভাঙন চলছে।

About The Author