চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প-িতপুর রাবিয়া নুরানী হাফিজিয়া ও কেরাতিয়া মাদরাসার শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান। স্বাগত বক্তব্য দেন, সাবেক পৌর প্যানেল মেয়র ও মাদরাসার সেক্রেটারি জহরুল হক। বিশেষ অতিথি ছিলেন, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, নাচোল ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মালেক, মাওলানা হাফেজ খাইরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন, নাচোল উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল ইসলাম। অনুষ্ঠানে দুজন কোরআন হাফেজ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনার মাধ্যমে পাগড়ী, কোরআনমাজিদ ও লাঠি-টুপি উপহার প্রদান করা হয়।