নয়াগোলা কিন্ডার গার্টেনের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

12

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের নয়াগোলা কিন্ডার গার্টেনের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী হর্টিকালচার সেন্টারে এসবের আয়োজন করা হয়।
হাফিজুর রহমান রেজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিন্ডার গার্টেনের এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইফতিখার আহমেদ রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মো. মাইনুল ইসলাম. মো. শাহজাহান আলী সাজা, মো. বাহরাম আলী, আব্দুল মালেক, উজায়ের তপন, সদস্য হায়দার আলী। স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক এ কে এম রবিউল আলম।