চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা ভবানীপুর এলাকায় ট্রলি থেকে পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর গ্রামের মৃত রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৫৫)। রবিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, রবিবার বিকেলে ৩টার দিকে গম ভর্তি একটি ট্রলির ওপরে বসে বাড়ি ফিরছিলেন নিহত সিরাজুল ইসলাম। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা ভবানীপুর এলাকায় সাবেক কমিশনার জাহাঙ্গীর কবীরের বাড়ির সামনে চলন্ত ট্রলির ওপর থেকে তিনি রাস্তায় পড়ে যান। এতে তিনি গুরুতর জখম হন। খবর পেয়ে সদর থানা পুলিশের সহায়তায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।