ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভা

17

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বালিগ্রাম মহল্লায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জের নির্মাণাধীন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জিল্লার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেনÑ সহসভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বিশিষ্ট সমাজসেবী শফিকুল আলম ভোতা, জেলা শাখার সম্পাদক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ওমর ফারুক, কোষাধ্যক্ষ আইনজীবী আবু হাসিব, সদস্য আইনজীবী সোলাইমান বিশু, চিকিৎসক আনোয়ার জাহিদ রুবেন, জোবেদা খাতুন, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহা. ইব্রাহীম, হাসপাতাল নির্মাণ প্রকল্পের পরিচালক কাঞ্চন কুমার দাস।
সভায় ২৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ তলাবিশিষ্ট হাসপাতালটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল গঠনের ওপরে গুরুত্বারোপ করেন সদস্যরা।