নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে হবে : ভোলাহাটে মতবিনিময়কালে জিয়া এমপি

11

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষার সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত মোহবুল্লাহ কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান। এসময় তিনি দেশের অসহায় হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ভাতাসহ মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সুফলের কথা তুলে ধরেন।
জিয়াউর রহমান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা শেখ হাসিনা, দেশের দরিদ্র মানুষদের জন্য এইসব ভাতা দিচ্ছেন, ভিজিএফ ভিজিডি কার্ডের মাধ্যমে খাদ্য দিচ্ছেন, ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে লালন করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসছে নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তা না হলে দেশের উন্নয়নের ধারা ব্যাহত হবে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আশরাফুল হক চুনু, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গাফফার মুকুল।
এছাড়াও বক্তব্য দেন- ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক আশরাফ।