নৌকার পক্ষে জনমত গড়তে বালিয়াডাঙ্গায় ডা. গোলাম রাব্বানীর গণসংযোগ

56

চাঁপাইনবাবগঞ্জে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়তে ও নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করছেন ডা. গোলাম রাব্বানী।  শনিবার বিকাল ৪টা থেকে আগামী সংসদ নির্বাচনে সদর আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. রাব্বানী সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ইউনিয়নটির গোয়ালবাড়ি বটতলা, দুর্গাপুর ঘাট, যাদবপুর, বালুচর, পিয়ারাপুর, কাচারী রামজীবনপুর, নসিপুর, গোঘনাথপুর, চকঝগড়ুসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন চিত্রের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বড় দেশগুলো যখন নাস্তানাবুদ অবস্থা। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের কারণে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ পরিচালনা করছেন ।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সামশুদ্দিন হাজি বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহীদ হোসেন রানা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লালবাবু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, চরঅনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন আলি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।