নৌকার পক্ষে জনমত গড়তে ডা. গোলাম রাব্বানীর গণসংযোগ অব্যাহত

12

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে জনমত গড়তে এবং নৌকার ভোট চেয়ে ডা. গোলাম রাব্বানী গণসংযোগ অব্যাহত রেখেছেন। বুধবার বিকাল ৪ টা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ইউনিয়নটির বারোরশিয়া, তেররশিয়া, হায়াতপুর, চাটাইডুবিহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগ সরকার ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন চিত্রের কথা তুলে ধরে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বড় দেশগুলো যখন নাস্তানাবুদ অবস্থা। তখন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কারণে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশ পরিচালনা করছেন ।
তাই আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান সদর আসনে আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী শামসুদ্দিন বাবলু, সদস্য আবু সুফিয়ান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক তুহিন, চরঅনুপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন আলি, জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল ইসলামসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।