মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১০, ২০২৪ by

নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাবার নির্দেশ হারুনের

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের বলেছেন, এখান থেকে বেরিয়ে গিয়ে প্রতিটি ভোট কেন্দ্র ধরে আপনারা সক্রিয়ভাবে কাজ শুরু করবেন। আগামী পৌরসভা নির্বাচনে যারা কাউন্সিলর প্রার্থী হবেন, তারা এখন থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং কার কি সমস্যা তা চিহ্নিত করবেন। আমি কথা দিচ্ছি, আগামী নির্বাচনে যদি নির্বাচিত হতে পারি তাহালে ২০ বছরে যা করেছি আগামী ৫ বছরে তার চেয়ে বেশি কাজ করে দেব।
রবিবার বিকেলে ‘নির্বাচন ও সংস্কারের রোড ম্যাপ চাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ সাটু অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হারুনুর রশীদ বলেন- দেশে এখনো চরম সংকট বিদ্যামান। তার কারণ, গত ১৫ বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে এক ব্যক্তির ইশারায়। দেশে বিচার বিভাগের কোনো স্বাধীনতা ছিল না, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, দেশের মানুষ চরম বৈষম্যের শিকার ছিল, মানুষকে গুম করা হয়েছে, বিনাবিচরে মানুষকে হত্যা করা হয়েছে, দেশের মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। এমন একটি ভয়াবহ অবস্থা থেকে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ৫ আগস্ট পরিবর্তন সূচিত হয়েছে। কিন্তু পরিবর্তন আসলেও আমরা লক্ষ্য করছি, ষড়যন্ত্র থেমে নেই। কারণ প্রতিবেশী দেশে বসে গুজব ছড়ানো হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিনিয়ত চক্রান্তে লিপ্ত রয়েছে, যেন বাংলাদেশে স্থিতিশীল অবস্থা তৈরি না হয়, বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।
হারুনুর রশীদ তার বক্তব্যের শুরুতে বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কেউ এই হলটি ব্যবহার করতে পারত না, আমাদের বাইরে সভা-সমাবেশ করতে দেয়া হতো না, মানুষের অভাব অভিযোগ, দুঃখ-কষ্ট নিয়ে কথা বলতে দেয়া হতো না, মানুষের সমস্যা, দেশের সমস্যার প্রতিবাদ করতে পারতাম না। গত জুলাই-আগস্টের গণহত্যার মধ্যদিয়ে, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। আওয়ামী লীগও তার দোসরদের ষড়যন্ত্র থেকে আমাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর কবীর, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল বারেকসহ অন্য নেতৃবৃন্দ।
মতবিনিময়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২, ৩, ৪, ৭, ৯, ১০ ও ১২ নং ওয়ার্ড বিএনপির ২৮ ভোট কেন্দ্রের মনোনীত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

About The Author

শেয়ার করুন