চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্বাস্থ্য পরিদর্শকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রয়াসের নেজামপুর সমৃদ্ধি অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য পরিদর্শকরা নিয়োজিত থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
সভায় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, জোন প্রধান শাহাদাৎ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. উজ্জল হোসেনসহ সমৃদ্ধি টিমের সদস্যরা।